চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তড়িৎকৌশল বিভাগ

1

মোঃ আবু বকর ছিদ্দিক 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তড়িৎকৌশল বিভাগ।আজ টুর্নামেন্টের ফাইনালে তারা পুরকৌশল বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিকাল ৪.৩০টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া ফাইনাল খেলার উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।তীব্র প্রতিদ্ধন্ধিতপূর্ণ এ খেলার প্রথমার্ধে কোন দলই এগিয়ে যেতে পারে নি।দ্বিতীয়ার্ধের শেষ দিকে ফাহিমের গোলে এগিয়ে যেতে পারত তড়িৎকৌশল বিভাগ।কিন্তু ‘ রেফারি ফাউলের সংকেত দিলে গোলটি বাতিল হয়ে যাওয়ায় স্কোরলাইনে কোন পরিবর্তন হয় নি। এর পর উভয় দল একাধিক ভাল সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউই। নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে অমিমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।অতিরিক্ত সময়েও খেলার ফলাফল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে তড়িৎকৌশল বিভাগ ৪-৩ গোলে পুরকৌশল বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তড়িৎকৌশল বিভাগের মং মিউ কিউ রাখাইন।ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন পুরকৌশল বিভাগের অপূর্ব কুমার দাশ এবং সর্বাধিক ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন পুরকৌশল বিভাগের আখেরুজ্জামান।খেলা শেষে খেলোয়ারদের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।এসময় তিনি উভয় দলের খেলোয়ারদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে উৎসাহিত করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
তারিখ:২১/০৫/২০১৫