চুয়েটে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড কাল

[ads1]cuetnews 7

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘নবম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৭’ এর চট্টগ্রামের আঞ্চলিক পর্ব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়েটের গণিত বিভাগ এই অলিম্পিয়াডের আয়োজন করছে।

অলিম্পিয়াডের উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত আলী। চট্টগ্রাম পর্বের গণিত অলিম্পিয়াডের আহবায়ক এবং চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ ইয়াকুব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অধ্যাপক ড. মোঃ ইয়াকুব আলী বলেন,শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১২০ শিক্ষার্থী অংশ নিবে ।

তারিখঃ ১৬/১১/২০১৭ ইং