চুয়েটের স্থাপত্য বিভাগে শুরু হয়েছে তিনদিনব্যাপী গ্র্যান্ড জুরি

Untitled-1 copy

 

ইনজামামুল হক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী প্রথম গ্র্যান্ড জুরি আজ বৃহষ্পতিবার শুরু হয়েছে।  স্থাপত্য বিভাগ কর্তৃক প্রথমবারের মত আয়জিত এই জুরি চলবে আগামী শনিবার পর্যন্ত । যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত এই জুরি উদ্বোধন করেন স্থাপত্য এবং নগর ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল ।

স্থাপত্য বিভাগের  প্রথম ব্যাচের ২২ জন শিক্ষার্থী এ জুরিতে তাদের নকশা পরিবেশন করবে।  জুুরিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. ফরিদা নিলুফার , বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শায়ের গফুর, ড. জাকিউল ইসলাম ,ড. খন্দকার সাব্বির আহমেদ সহ প্রমুখ । জুরিতে অংশ নেয়া শিক্ষার্থীদের স্টুডিও ডিজাইন শিক্ষক হিসেবে ছিলেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল লাতিফ সোহাইল এবং সজীব পাল । জুরির প্রথম দিনে ৭ জন শিক্ষার্থী তাদের নকশা প্রদর্শন করেন ।

তারিখ: ৩১.১২.২০১৫