চুয়েটের ‘শেখ রাসেল’ হলে অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেখ রাসেল হলে অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল হল এর টিভিরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুল হাসান। শেখ রাসেল হল এর সহকারী প্রভোস্ট ড. মোঃ মোকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও উক্ত হলের প্রাক্তন প্রভোস্ট হুমায়ুন কবির এবং উক্ত হলের সহকারী প্রভোস্ট ড. সাইফুল ইসলাম, ড. সৈয়দ আবু নাহিয়ান, আলতাফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির ব্যক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. কামরুল হাসান ‘খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের নিয়োজিত রাখার অনুরোধ করেন। পাশাপাশি পরবর্তী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা যেনো আরো শতগুণে বৃদ্ধি পাই সে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া ক্রীড়া সংক্রান্ত যেকোনো বিষয়ে ছাত্রদের সাথে সর্বাত্মক সহযোগিতারপূর্ণ মনোভাব বজায় রাখতে শেখ রাসেল হল সদা প্রস্তুত’ বলে জানান।

অনুষ্ঠানে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস,ক্যারম,দাবা, কার্ড ইভেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক ইভেন্টে জয়ী হয়ে ‘হল চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেন ওয়াকিনুল কবির।

হল চ্যাম্পিয়ন ওয়াকিনুল কবির জানান- ‘খেলাধুলার ব্যাপারে শেখ রাসেল হলের প্রভোস্টদের আন্তরিকতা বরাবরই চোখে পড়ার মতো। প্রভোস্টদের সর্বাত্মক সহযোগিতায় আন্তঃহল টুর্নামেন্ট গুলোতে শেখ রাসেল হলের সাফল্য ঈর্ষনীয়। আশা করি সামনের দিন গুলোতেও যেনো প্রভোস্ট স্যারেরা আমাদের খেলাধুলার ব্যাপারে সকল ধরনের সহযোগীতা প্রদান করেন।’

উল্লেখ্যঃ উক্ত অনুষ্ঠানে শেখ রাসেল হল এর সাবেক সহকারী প্রভোস্ট এবং নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্রকল্যাণ উপ-পরিচালক হুমায়ুন কবিরকে বিদায়ী স্মারক এবং নবনিযুক্ত সহকারী প্রভোস্ট আলতাফ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান শেখ রাসেল হলের প্রভোস্টগণ।

তারিখঃ ১৭.০৯.২০১৯