কুমিল্লা আইইবিতে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন

কুমিল্লা আইইবিতে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটছেন সদস্যবৃন্দ
কুমিল্লা আইইবিতে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটছেন সদস্যবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

ইনিঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশের (আইইবি) কুমিল্লা কেন্দ্রে যথাযোগ্য মর্যদার মধ্যে দিয়ে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস ২০১৫ পালিত হয়েছে। সকালে কেক কেটার মধ্যে দিয়ে কুমিল্লা আইবি কেন্দ্রে দিবসের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী জসীমউদ্দীন , প্রকৌশলী রহমাতুল্লাহ্‌ কবির, প্রকৌশলী ড. তৌহিদুল ইসলাম, প্রকৌশলী তারিকুল ইসলাম , প্রকৌশলী আব্দুল ওয়াদুদসহ প্রমুখ । কেক কাটার পর কুমিল্লা আইইবি- এর সেমিনার রুমে দিবসটির তাৎপর্য ও গাম্ভীর্যতা নিয়ে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় । এসময় সবাই দেশের সার্বিক পরিস্থিতিতে প্রকৌশলীদের কর্তব্য নিয়েও পর্যালোচনা করেন । এ সময় প্রকৌশলী জসীমউদ্দীন বলেন,‘ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙ্গালী জাতির অসিতত্ব থাকতো না। পাকিস্তানী শোষকদের দমন নিপীড়িন থেকে আমরা আজও মুক্তি পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা সবাই বাংলাদেশকে এ গিয়ে নিয়ে যবো এই দিবসে প্রত্যয়ই ব্যক্ত করছি’।

তারিখ -১৭/৩/২০১৫