কক্সবাজারে আইফস্ট সম্মেলন শুরু আজ

 

 

 

 

 

 

 

File0002 copy

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ইন্টারনেশন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটিজিক টেকনোলজি-(আইফস্ট) এর নবম  সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আয়োজনে এ আর্ন্তজাতিক সম্মেলন চলবে তিনদিনব্যাপি। লং বিচ হোটেলে অনুষ্ঠিতব্য কৌশলগত প্রযুক্তির উপর বিজ্ঞানী ও গবেষকদে এ মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, চুয়েটের উপাচার্য ড.মো. জাহাঙ্গীর আলম এবং সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানের  সভাপতিত্ব করবেন কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি ও চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. কৌশিক দেব। আয়োজক কমিটি জানায় এতে বিভিন্ন দেশের ২৫০ এবং বাংলাদেশের ৩০০ জন গবেষক উপস্থিত থাকবেন।আজ থেকে শুরু হওয়া এ মিলনমেলার ২৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রতিমন্ত্রী অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। আইফস্ট বর্তমানে বিভিন্ন দেশের গবেষকগণের নিকট তাঁদের সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল সবার সামনে তুলে ধরার অন্যতম মাধ্যমে হিসেবে সমাদৃত। বাংলাদেশ থেকে চুয়েট সহ কোরিয়া, রাশিয়া, চীন, মঙ্গোলিয়া এবং ইন্দোনেশিয়ার মোট ৮টি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান আইফস্ট এর বর্তমান সদস্য। এ ধরনের আয়োজন থেকে উন্ন্য়নশীল বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তি সম্পর্কে কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি ও চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক দেব বলেন,বিশেষ বিশেষ গবেষণা গুলোর সর্বশেষ ফলাফল ও অগ্রগতি আমরা জানতে পারবো এবং সে গুলো দেশের কাজে প্রেেয়াগ করা যাবে।