আইইবি’র নতুন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা

photoনিজস্ব প্রতিবেদকঃ  ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইইবি) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইইবি) এর ২০১৫-২০১৬ মেয়াদে নির্বাচনে প্রেসিডেন্ট পদে  নির্বাচনে অংশ নিয়ে  তিনি জয়লাভ করেন।

প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা একজন মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পঞ্চম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশর বিভাগের প্রভাষক হিসেবে যোগদেন । পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে নিয়োজিত আছেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের ভাইস প্রসিডেন্ট, বিসিএস সমবায় সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, জাইকা এলমনাই এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি , চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি, প্রকৌশল প্রাতিষ্ঠানিক কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করছেন।

তারিখ- ০৪/০৯/১৫