অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ছাত্রদেরকে বিকাল ৩টার মধ্যে ও ছাত্রীদেরকে আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
বেলা ১২টার দিকে রেজিস্ট্রার ফারুক-উজ-জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের চলমান নয় দফা আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যথেষ্ট উদ্যোগ নিলেও শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন অব্যাহত রাখে। এতে ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। আজ সকাল সাড়ে দশটায় উপাচার্যের সাথে ডীন, প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারের সাথে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় মো. মোহাইমিনুল ইসলাম সিয়ামের মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল।
তারিখ: ৭.৪.১৬